এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায়: খাদ্য, পুষ্টি এবং পরিপাক’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৯. পাচক রসের এনজাইম দ্বারা কোন পদার্থের পরিপাক শুরু হয়?
(ক) স্নেহ (খ) প্রোটিন
(গ) শর্করা (ঘ) খনিজ
১০. কোন ভাইরাসের জন্য ডায়রিয়া হয়?
(ক) রোটা ভাইরাস
(খ) HIV ভাইরাস
(গ) TMV ভাইরাস
(ঘ) পোলিও ভাইরাস
১১. পানির কাজ-
i. রক্ত সঞ্চালনে সাহায্য করে
ii. রক্তের পরিবাহিত খাদ্য উপাদান ও অক্সিজেন দেহকোষে পৌঁছায়
iii. দেহের দূষিত পদার্থ বের করে দেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii ও iii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii
১২. পাকস্থলী গঠিত হয়-
i. শুরু ও পেশিবহুল প্রাচীর দ্বারা
ii. অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা
iii. এনজাইম দ্বারা
নিচের কোনটি সঠিক?
(ক) i, iii (খ) ii, iii
(গ) i, ii (ঘ) i, ii ও iii
১৩. কৃমির আক্রমণ হতে পারে-
i. খোলা খাবার খেলে
ii. শাকসবজি, ফলমূল প্রভৃতি না ধুয়ে খেলে
iii. হাত ভালো মতো ধুয়ে খাবার খেলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪. খনিজ লবণের কাজ হলো-
র. এনজাইম ও হরমোন গঠন
ii. অম্ল ও ক্ষারের সমতা বিধান
iii. পেশি সঙ্কোচন
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১৫. পরিপাকতন্ত্র জড়িত থাকে-
i. খাদ্য গ্রহণের সাথে
ii. শোষণ ও অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে
iii. স্মৃতি সংরক্ষণের সাথে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
উত্তর : ৯. ক, ১০. ক, ১১.ক, ১২. গ, ১৩.ঘ, ১৪.ঘ, ১৫. ক।